| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে : ইরান


ইসরাইল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে : ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     15 February, 2021     11:12 AM    


ইসরাইল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে সমুচিত জবাব দেবে ইরান, যা নিয়ে তেলআবিব পরে অনুতাপ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি বলেন, ‘সিরিয়ায় ইসরাইল যদি ইরানের রেডলাইন অতিক্রম করে তা হলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে।’ খবর স্পুৎনিকের।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। সম্প্রতি দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান।

খাজি বলেন, ‘সিরিয়ার সরকার যতদিন চাইবে, ততদিন সে দেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে। সেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে, যেসব দেশ দামেস্কের অনুমতি ছাড়া দেশটিতে দখলদারিত্ব বজায় রেখেছে।’
-জেড