মূল পাতা মুসলিম বিশ্ব ইরাকে ১৬ আইএস জঙ্গি গ্রেফতার
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 14 February, 2021 02:15 PM
ইরাকে ১৬ জন আইএস জঙ্গিকে শনিবার (১৩ ফেব্রুয়ারি) গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিরকুক ও মসুল প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ওই আইসএস জঙ্গিদের গ্রেফতার করা হয়।
সম্প্রতি আবারও বেশ কয়েকটি হামলা চালিয়ে জঙ্গি সংগঠনটি তাদের অস্তিত্বের জানান দিলে নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করে ইরাকের নিরাপত্তা বাহিনী।
প্রসঙ্গত, ২০১৪ সালে ইরাকের মসুল, সালাদিন ও আনোয়ার প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আইএস। এ ছাড়া ডিয়ালা ও কিরকুক প্রদেশের কিছু অংশও সেই সময় দখলে নেয় জঙ্গি সংগঠনটি। এরপর ২০১৯ সালের ৯ ডিসেম্বার তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি দেশটিকে আইএসমুক্ত ঘোষণা করেন।
-জেড