| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী করোনার টিকা কেন নিবেন : আসিফ নজরুল


করোনার টিকা কেন নিবেন : আসিফ নজরুল


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 February, 2021     03:50 PM    


করোনা ভাইরাসের টিকা নেওয়া না নেওয়া নিয়ে রাজনীতি কম হয়নি। সরকারও মানুষের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে পুরোপুরি আস্থা তৈরি করতে এখনও সমর্থ হয়নি। টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক রকম জল্পনা-কল্পনা ও ভুল বোঝাবুঝি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল টিকা নিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। রহমতটোয়েন্টিফোরের পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো :

করোনার টিকা কেন নিবেন?
করোনার টিকা কারো নিজস্ব সম্পত্তি না, টিকার কোন রাজনৈতিক পরিচয় নেই। এটি যে টাকা দিয়ে কেনা হয়েছে তা আপনার আমার করের টাকায় কেনা। এটা জনগণের সম্পত্তি। কাজেই টিকা নিয়ে কোনো দ্বিধা থাকা উচিত না।

আমাদের কারও কারও শুধু সন্দেহ ছিল ভারত থেকে আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবো কিনা? সেটাই পেয়েছি আমরা। এই টিকার কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

আসুন, আমার সবাই টিকা নেই। টিকায় করোনা থেকে সুরক্ষা হবে কারও কম, কারও বেশি। কিন্তু এতে ক্ষতি নেই।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: