| |
               

মূল পাতা উপমহাদেশ উত্তাল হচ্ছে মিয়ানমার


উত্তাল হচ্ছে মিয়ানমার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 February, 2021     01:52 PM    


গণতন্ত্রের দাবিতে সামরিক শাসনের বিরুদ্ধে উত্তাল হচ্ছে মিয়ানমার। রাস্তায় নেমে আসছে মানুষ। শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন। ‘সামরিক একনায়কতন্ত্র চাই না গণতন্ত্র চাই’ এমন স্লোগানে উত্তাল মিয়ানমার। দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়ার পরই ফুঁসে উঠছে মিয়ানমার।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে সবেচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে জান্তা সরকারবিরোধী আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। ৩৭ বছর বয়সী আন্দোলনকারী মায়ো উইনের বলেন, ‘সামরিক সরকারের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা লড়াই করে যাব।’

এ ব্যাপারে আল-জাজিরা ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে, স্থানীয় সময় সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ সামরিক সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। অং সান সুচির মুক্তি দাবি জানিয়ে সামরিক সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা।

এর আগে, শনিবার থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। মিয়ানমারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
-জেড