| |
               

মূল পাতা সারাদেশ গাজীপুরে বহুতল মার্কেটে আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


গাজীপুরে বহুতল মার্কেটে আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি     06 February, 2021     12:12 PM    


গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আজ (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের ছাদে বাচ্চাদের খেলার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহুর্তে আগুন ভবনের ৫ম, ৪র্থ ও ৩য় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
তবে মার্কেট মালিক খোকন মিয়ার দাবি, এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: