| |
               

মূল পাতা জাতীয় সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন খেলাফত আন্দোলনের অন্যতম উদ্দেশ্য: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন খেলাফত আন্দোলনের অন্যতম উদ্দেশ্য: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 February, 2021     09:40 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায় থেকে দূর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস দূর করত শান্তির সমাজ গঠন বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে খেলাফত আন্দোলনের প্রতিটি সদস্যকে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে হবে। হাফেজ্জী হুজুর রহ. যেভাবে রাষ্ট্রপ্রধান থেকে শুরু তৃণমূল পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দিয়েছেন সেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি গ্রাম-মহল্লায় খেলাফত আন্দোলনের কাজ জোরদার করতে হবে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি, ২০২১) সকাল দশটায় মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার (কার্যনির্বাহী কমিটি) মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সূলতান মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, হাজী জালালুদ্দীন বকুল, সহকারী মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা ফিরোজ আশরাফি, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতী আব্দুল বারী, মাওলানা ইলিয়াছ মাদারিপুরী, অধ্যক্ষ ডাক্তার নেয়ামত আলী ফকির, মাওলানা তৌহিদুজ্জামান, মাস্টার আনসার উদ্দীন হাওলাদার, আফম আকরাম হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা সালাহ উদ্দীন জয়নাল প্রমূখ।