মূল পাতা মুসলিম বিশ্ব সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা এলাকা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 27 January, 2021 11:24 AM
বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে এই বিস্ফোরণে বহু জানালার কাচ ভেঙে পড়ে। খবর আলজাজিরার।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে ওড়ে যেতে দেখা গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইয়েমেন যুদ্ধে ২০১৫ সালে হস্তক্ষেপের পর থেকে প্রায়ই প্রতিবেশী দেশটির দিক থেকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করে আসছে সৌদি আরব। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছায় ইয়েমেন। স্কুল, বাজার, হাসপাতাল, জানাজার নামাজসহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত হন লক্ষাধিক বেসামরিক মানুষ।
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুতি ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট।
-জেড