মূল পাতা মুসলিম বিশ্ব উসমানীয় খেলাফতের সর্বশেষ উত্তরসূরির মৃত্যু
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 21 January, 2021 10:31 AM
বিলুপ্ত হওয়া উসমানীয় সাম্রাজ্য বা উসমানীয় খেলাফতের সর্বশেষ উত্তরসূরি দুন্দার আবদুল করিম ওসমানগলু (৯০) সোমবার মৃত্যুবরণ করেছেন।
এক টুইট বার্তায় তার পরিবারের সদস্য ওরহান উসমানগলু বলেন, আমাদের পরিবারের বাবা, উসমানীয় বংশধর ও আমার চাচা প্রিন্স দুন্দার আবদুল করিম উসমানগলু সিরিয়ার দামেস্কে মারা গেছেন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। ডেইলি সাবাহ।
প্রসঙ্গত, ১৯২৪ সালে উসমানীয় খেলাফতের বিলুপ্তির পর দুন্দার আবদুল করিমের বাবাকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা সিরিয়ার রাজধানী দামেস্কে বসবাস শুরু করেন। আবদুল করিমেরও এই শহরে জন্ম হয়েছে। সিরিয়া থেকে তাদের ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন উসমানীয় খেলাফতের বংশধরদের মধ্যে যারা তুরস্কে বসবাস করছেন তারা। কিন্তু চলমান যুদ্ধের মধ্যে তাদের সম্পর্ক আবার ছিন্ন হয়ে যায়।
জেড