| |
               

মূল পাতা উপমহাদেশ ভারতে করোনার টিকাদান শুরুর ‘ঐতিহাসিক’ দিন


ভারতে করোনার টিকাদান শুরুর ‘ঐতিহাসিক’ দিন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 January, 2021     12:17 PM    


প্রতিবেশী দেশ ভারতে মহামারী করেনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ভারতের জন্য এটি একটি ‘ঐতিহাসিক’ দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশটিতে শুরু হলো এ টিকাদান কর্মসূচি।

শনিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় এই কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গেছে, প্রথম দফায় স্বাস্থ্যকর্মীসহ সামনের সারির তিন কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এরপর কয়েকভাগে বাকি নাগরিকদের টিকার আওতায় আনা হবে।  ভারত নিজ দেশের নাগরিকদের সেরাম ইনস্টিটিউটের কেভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রয়োগ করবে।

এরইমধ্যে ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভ্যাকসিন পৌঁছে গেছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। প্রতিটি কেন্দ্রেই প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকছে।  এ পর্ব শেষ করতে কয়েক মাস লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
-জেড