| |
               

মূল পাতা করোনাভাইরাস অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল চীনে যাচ্ছে বৃহস্পতিবার


অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল চীনে যাচ্ছে বৃহস্পতিবার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 January, 2021     10:59 AM    


অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল চীনে যাওয়ার সুযোগ পাচ্ছে। করোনাভাইরাসের উৎস তদন্তে আগামী বৃহস্পতিবার চীনে পৌঁছবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। খবর আল জাজিরার।

সোমবার (১১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

এতদিন চীন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ সদস্যের বিশেষজ্ঞ দলটির চীনে গিয়ে দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত কার্যক্রম শুরু করতে দেরি হচ্ছিল। চীনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণের শুরু হওয়া নিয়ে তদন্ত করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল।

চীনের বিরুদ্ধে শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ আছে। এমনকি সেদেশে আক্রান্তের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে বিশ্বনেতাদের। পরবর্তীতে অবশ্য চীন এক সরকারি ঘোষণায় সেদেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়।
-জেড