রহমতটোয়েন্টিফোর ডেস্ক 12 January, 2021 02:18 PM
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এর পরের ৩ দিনের রাতের তাপমাত্রাও আরও কমতে পারে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
-জেড