| |
               

মূল পাতা আন্তর্জাতিক টুইটারসহ যেসব প্ল্যাটফর্মে নিষিদ্ধ ট্রাম্প


টুইটারসহ যেসব প্ল্যাটফর্মে নিষিদ্ধ ট্রাম্প


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 January, 2021     11:03 AM    


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ হিসেবে জানা গেছে, ভবিষ্যতে আরও সহিসংতায় উসকানির আশঙ্কায় টুইটারের পক্ষ থেকে এ শক্ত পদক্ষেপ নেওয়া হলো।

টুইটার জানিয়েছে, ‘ভবিষ্যতে সহিংসতা উসকে দেওয়ার ঝুঁকি থাকার কারণে এটা করা হয়েছে। @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে টুইটগুলো গভীর পর্যবেক্ষণ এবং সেটাকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’

এর আগে, ট্রাম্পের অ্যাকাউন্টটি টুইটার কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য অচল করে রেখেছিল। টুইটার তখন সতর্ক করে বলেছিল, ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে যদি তিনি এই প্ল্যাটফর্মের নিয়মনীতি ভঙ্গ করেন।

এ ছাড়া ফেসবুক, গেমিং প্ল্যাটফর্ম টুইস্ট, স্ন্যাপচ্যাট ইত্যাদি মাধ্যমে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
-জেড