| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি ভ্যাকসিন পেতে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী


ভ্যাকসিন পেতে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 January, 2021     12:10 PM    


মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে দিল্লির সঙ্গে ঢাকা যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

সোমবার (৪ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মন্ত্রী বলেন, ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ভারত রফতানি না করার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানতে পারে।’

এর আগে, মহামারি করোনাভাইরাসের টিকা রফতানিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছে। আর এর মধ্য দিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন দেওয়ার দিনেই রফতানিতে এ নিষেধাজ্ঞা দেয় দেশটি।

রোববার (৩ জানুয়ারি) অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড মানবদেহে প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত।

সেরামের সিইও আদর পুনাওয়ালার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, আপাতত আগামী কয়েক মাসের জন্য ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না ভারত সরকার। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায়, সেটি নিশ্চিতেই এমন সিদ্ধান্ত বলে জানান সেরাম ইনস্টিটিউটের এ প্রধান কর্মকর্তা। প্রতিবেশী দেশের এমন সিদ্ধান্তে বাংলাদেশের ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
-জেড