| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কাবা শরীফের নতুন গিলাফ প্রস্তুত


কাবা শরীফের নতুন গিলাফ প্রস্তুত


মুসলিম বিশ্ব ডেস্ক     01 January, 2021     08:31 PM    


মাত্র পাঁচ মাসের মধ্যে পবিত্র কাবা শরীফের নতুন গিলাফ তৈরি সম্পন্ন হয়েছে। বছরের শেষদিন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মসজিদুল হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ এ তথ্য জানিয়েছে। 

কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর কাবা ক্ল্যাডিং অ্যাক্সিবিশন এন্ড মিউজিয়ামের উপ-পরিচালক আবদুল হামিদ আল মালেকি ১৪৪২ হিজরির পবিত্র কাবা শরীফের গিলাফ তৈরি হয়েছে বলে জানিয়েছেন। মাত্র পাঁচ মাসের মধ্যে ৮টি স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে গিলাফ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। 

পবিত্র কাবা শরীফের গিলাফ তৈরিতে বিভাগের কাজের প্রকৃতি এবং কাবা শরীফের গিলাফে আবশ্যকীয় বস্তু সম্পর্কে স্বয়ংক্রিয় বুনন বিভাগের প্রধান সালমান আল লুকমানি বিস্তারিত বিবরণ প্রদান করেন। 

কালো রেশমী কাপড় নির্মিত হয়েছে কাবার এ গিলাফ, যার ওপর স্বর্ণ দিয়ে লেখা হয়েছে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলাল্লাহ’, ‘আল্লাহু জাল্লে জালালুহু’, ‘সুবহানাল্লাহু ওয়া বেহামদিহি, সুবহানাল্লাহিল আযিম’ এবং ‘ইয়া হান্নান, ইয়া মান্নান’। ১৪ মিটার দীর্ঘ এবং ৯৫ সেমি প্রস্থবিশিষ্ট ৪১ খণ্ড বস্ত্রখণ্ড জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয়েছে পবিত্র কাবার এ গিলাফ।

সূত্র: মক্কা নিউজ ডটকম