| |
               

মূল পাতা ফিচার ফিরে দেখা ২০২০ : হারিয়েছি যাদের


ফিরে দেখা ২০২০ : হারিয়েছি যাদের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     31 December, 2020     01:39 PM    


মহামারির বছর। ঘটনাবহুল কাল। সারা পৃথিবী তছনছ করে, লাখ লাখ প্রাণহানি ঘটিয়ে বিপর্যয়ের কারণ হয়েছে করোনা। গত বছরের ৩১ ডিসেম্বর অর্থাৎ ঠিক এক বছর আগেই চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

বহু ঘটনা আর কাহিনির সাক্ষী এ বছরে আমরা হারিয়েছি অনেক গুণীজনকে। তাদের কেউ মৃত্যুবরণ করেছেন করোনায়, কেউ সাধারণ রোগ-বালাইয়ে। আবার কারও খুবই স্বাভাবিক সহজ মৃত্যু। আসুন, চোখ বুলিয়ে নেওয়া যাক, বিদায়ী বছরে আমরা কাদের হারিয়েছি-

আল্লামা শাহ আহমদ শফী রহ.

আল্লামা নুর হোসাইন কাসেমী রহ.

আনিসুজ্জামান
কামাল লোহানী
মাহবুবে আলম
বদর উদ্দিন আহমেদ
শেখ মোহাম্মাদ আবদুল্লাহ
হুমায়ুন কবীর খোকন
জামিলুর রেজা চৌধুরী
সাহারা খাতুন
রশীদ হায়দার
মুর্তজা বশীর
ড. সা’দত হুসাইন
প্রণব মুখার্জি
সালমান আল খলিফা
আবুল হাসনাত
হোসনি মুবারক
অ্যাং রিতা শেরপা
মোহাম্মদ নাসিম
এমাজউদ্দীন আহমদ
ব্যারিস্টার রফিক-উল হক
মৃণাল হক
জন টর্নার
রাহাত খান
ফেরদৌস আহমেদ কোরেশি

-জেড