রহমতটোয়েন্টিফোর ডেস্ক 30 December, 2020 10:52 AM
আগামী জানুয়ারিতে দেশজুগে কয়েক দফা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের বিভিন্ন অঞ্চলে এসব শৈত্যপ্রবাহের প্রভাবে শীত তীব্র আকার ধারণ করতে পারে।
মঙ্গলবার রাতে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাউসার পারভীন।
তিনি বলেন, ‘যেহেতু কুয়াশা আছে তাই আমাদের শীত বেশি অনুভূত হচ্ছে। আর একাধিক তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে জানুয়ারি মাসে। আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। এরপর আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়া অধিদফতর জানায়, খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। নদ-নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
-জেড