| |
               

মূল পাতা সোশ্যাল মিডিয়া সরানো হলো ‘কমান্ডো’ : আমি মুসলিম, আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, বললেন পরিচালক


সরানো হলো ‘কমান্ডো’ : আমি মুসলিম, আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, বললেন পরিচালক


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 December, 2020     03:39 PM    


কয়েক দিন আগে টিজার প্রকাশ থেকে শুরু হয় সমালোচনা। এবার তীব্র আপত্তির মুখে অবশেষে সরানো হলো কলকাতার দেব অভিনীত বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার।

অনেকেই দাবি করেন, ভিডিওতে জঙ্গি নিধনের নামের ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে। সাধারণ দর্শকের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ইসলামি বক্তারাও।

এরপরই সোমবার রাতে ইউটিউব থেকে টিজার সরানোর ঘোষণা দেন পরিচালক শামীম আহমেদ রনী।

টিজার সরিয়ে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, তাদেরও মুছে করে দেওয়ার অনুরোধ করছি। শিগগিরই নতুন টিজার প্রকাশ হবে।’

ছবিটি সম্পর্কে রনী বলেন, ‘গত ২৫ ডিসেম্বর শাপলা মিডিয়া প্রযোজিত, আমার পরিচালিত ‘কমান্ডো’ ছবির টিজার রিলিজ হয়েছে। কিন্তু সারা দেশের ধর্মপ্রাণ মুসলিমরা টিজারের কিছু অংশে কষ্ট পেয়েছেন। আমি বা আমার প্রযোজক (সেলিম খান) তাদের বলতে চাই, আমাদের কোনো উদ্দেশ্য ছিল না পবিত্র কলেমা কিংবা ইসলামের অবমাননা। পুরো ছবিটা দেখলে উল্টো সবাই বুঝতে পারতো আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি। বরং যারা অপব্যাখ্যা করে ছবিটা তাদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘আমি বা আমার প্রযোজক'ও মুসলিম। ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছা সত্ত্বেও আঘাত করায় আমি, আমার টিম দুঃখ ও ক্ষমা প্রকাশ করছি এবং তাদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ‘কমান্ডো’র টিজারটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস চ্যানেল থেকে রিমুভ করে দিচ্ছি।’
-জেড