| |
               

মূল পাতা সারাদেশ রাজধানীর মগবাজারে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু


রাজধানীর মগবাজারে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু


রহমত টোয়েন্টিফোর ডটকম     28 December, 2020     11:38 PM    


রাজধানীর মগবাজারে মীর আফতাব ইসলাম সুমন (৪৮) নামে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি টিঅ্যান্ডটিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার (২৮ ডিসেম্বর) বড় মগবাজার টিএ্যান্ডটি কলোনির ভেতর একটি চারতলা ভবনের সামনে থেকে গলায় নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। সুমন ওই ভবনের চতুর্থ তলায় স্ত্রী, দুই ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন।

এসআই শরিফুল জানান, সুমন ফজরের নামাজের জন্য বাসা থেকে বের হন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ গলায় যে লাল রঙের নাইলনের রশি পেঁচানো ছিলো। তার অর্ধেক অংশ বাঁধা ছিলো কলোনির চারতলায় পানির ট্যাংকির সাথে। কিন্তু মৃতদেহটি নিচে পড়েছিলো। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, সুমনের মৃত্যুর ঘটনার রহস্যজনক। কীভাবে তার মৃত্যু হয়েছে। তা নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: