রহমতটোয়েন্টিফোর ডেস্ক 24 December, 2020 02:23 PM
ভারতের কৃষকেরা সিংঘু সীমান্তে রক্তদান কর্মসূচির আয়োজন করেন। আন্দোলন ও প্রতিবাদের অংশ হিসেবে সেখান থেকে রক্ত নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিক খোলা চিঠি লেখেন কৃষকেরা।
কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত ভারতের কৃষকরা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে এই চিঠি লেখেন। গত মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীকে ওই চিঠি পাঠান।
এনডিটিভির খবরে জানা গেছে, আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সিংঘু সীমান্তে রক্তদান কর্মসূচির আয়োজন করেন কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে প্রধানমন্ত্রী মোদিকে একাধিক খোলা চিঠি লেখেন তারা।
চিঠিতে লেখা হয়েছে ‘নরেন্দ্র মোদিজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেওয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাস করিয়ে কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি এই তিনটি আইন ফিরিয়ে নিন।’
-জেড