মূল পাতা মুসলিম বিশ্ব ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেব না : তিউনিশিয়া
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 24 December, 2020 03:23 PM
ফিলিস্তিন ইস্যুতে তিউনিশিয়ার অবস্থান আগের মতোই আছে এবং ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে দেশটি।
তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে দেশটি জানায়, তারা মরক্কোর পথ অনুসরণ করবে না। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত পরিবর্তন হচ্ছে, তার কারণে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ব্যাপারে তিউনিশিয়ার অনুসৃত নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, তিউনিশিয়া সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আগ্রহী হয়ে উঠেছে। এসব খবর নাকচ করে তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তিউনিস যে নীতি অনুসরণ করে এসব ভিত্তিহীন খবর তার সাথে সাংঘর্ষিক। বিবৃতিতে বলা হয়, তিউনিস সরকার মনে করে- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।
এর আগে, যে কয়টি মুসলিম দেশ সম্পর্ক স্থাপন করছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল, তার মধ্যে তিউনিশিয়াও ছিল। এবার স্পষ্ট বিবৃতির মাধ্যমে দেশটি জানিয়ে দিল, তারা ইসলাইলের সঙ্গে কোনও ধরনের সম্পর্কে যাবে না।
-জেড