| |
               

মূল পাতা উপমহাদেশ আবারও লকডাউনে ভুটান


আবারও লকডাউনে ভুটান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     23 December, 2020     01:51 PM    


করোনার দ্বিতীয় দফা সংক্রমণের কারণে আবারও লকডাউনে ভুটান। এসময়  স্কুল-কলেজ বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশটির সরকার এই লকডাউনের ঘোষণা দেয়।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটি জানিয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।

প্রসঙ্গত, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু হয়নি।
-জেড