রহমত টোয়েন্টিফোর ডটকম 16 December, 2020 01:54 PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় চেয়ারপার্সনের মুক্তির জন্য বিএনপি সংগ্রাম করছে।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের যে চেতনা নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো, তা আজ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। মিথ্যা মামলায় বিএনপি নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। তার মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত আছে বলে জানান মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, ‘আমাদের বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার করে অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’