রহমত টোয়েন্টিফোর ডটকম 14 December, 2020 08:55 PM
হেফাজতে ইসলাম বাংলাদেশ-সহ ধর্মীয় সংগঠনগুলোর ভাস্কর্য বিরোধিতার সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মূর্তি বানানো স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
জি এম কাদের বলেন, ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করতে গিয়ে হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিসসহ ইসলামী সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি চর্চাকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়েছেন।
“মূর্তি বানানো, ছবি তোলা, গান, নাটক বা হিজাব না পরা তা স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার সাথে চলমান। কিন্তু এর বাইরে কেউ কিছু চাপিয়ে দিতে চাইলে তা জনগণ কখনোই গ্রহণ করেনি। যারা আমাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তা বাস্তবসম্মত নয়, জনগণের মনের কথা নয়।”
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জি এম কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটনসহ কেন্দ্রীয় নেতারা।