রহমতটোয়েন্টিফোর ডেস্ক 24 October, 2020 10:19 AM
না ফেরার দেশে চলে গেলেন ব্যারিস্টার রফিক-উল হক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শনিবার (২৪ অক্টোবর) সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী।
রফিক-উল হকের স্বজনরা জানান, রক্ত শূন্যতা ও প্রস্রাবের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতা দেখা দেয়ায় গত শুক্রবার সন্ধ্যায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই আইনজীবী।
ব্যারিস্টার রফিক-উল হক জন্মেছেন ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন।
-জেড