মূল পাতা আন্তর্জাতিক ইউরোপ ইসরাইলি অবরোধ ভাঙতে গাজ্জা অভিমুখে বার্সেলোনা থেকে শুরু হলো নৌ অভিযান
রহমত নিউজ 01 September, 2025 01:23 PM
গাজ্জা উপত্যকায় ইতোমধ্যে দূর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। চলমান যুদ্ধে কোনো খাদ্য সহায়তাও ঢুকতে দিচ্ছে না ইসরাইল। আর তাই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবরোধ ভাঙতে বার্সেলোনা থেকে শুরু হয়েছে নৌ অভিযান “ফামিলিয়া”।
রোববার (৩১ আগস্ট) যাত্রা শুরু করেছে নৌ অভিযানটি। এই অভিযানের মূল লক্ষ্য হলো ফিলিস্তিনিদের উপর উপর ইসরাইলের অবৈধ অবরোধ ভাঙা।
স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
নৌকাযাত্রার সময় সেখানে হাজারো কর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। যাত্রার কয়েক ঘণ্টা আগে, সুইডিশ কর্মী ও পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যার ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানান। ফ্লোটিলার সঙ্গে যাত্রা করা আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি একই বক্তব্য দেন।
থুনবার্গ বলেন, ইসরাইল তাদের (গাজ্জাবাসী) গণহত্যামূলক উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতিকে মুছে দিতে চায়। তারা গাজ্জা স্ট্রিপ দখল করতে চায়।