রহমত নিউজ 26 August, 2025 01:57 PM
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত ৫৪ বছর যাবৎ দেশের সম্পদ লুট হয়েছে। যারা এ সম্পদ লুট করেছে, যারা পালিয়েছে তারা কখনো দেশপ্রেমিক নয়।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সিরাতে রাসুলের (স.) আলোকে আমাদের এ সমাজকে গড়তে হবে। আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। দ্বিনের স্বার্থে বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে ও মাওলানা মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইরফানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আজিমুশশান মিলাদুন্নবী(সঃ) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখেন, আওলাদে রাসূল (স.) ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর (সদস্য) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী, প্রধান আলোচক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন।