| |
               

মূল পাতা রাজনীতি হিজাব নিয়ে কটুক্তীকারী শিক্ষিকাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : খেলাফত ছাত্র আন্দোলন


হিজাব নিয়ে কটুক্তীকারী শিক্ষিকাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : খেলাফত ছাত্র আন্দোলন


রহমত নিউজ     26 August, 2025     12:26 PM    


ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখায় হিজাব পরার কারণে প্রায় ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনাকে ‘প্রকাশ্য ইসলামবিদ্বেষী ও ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।

সংগঠনটির নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকাকে বহিষ্কার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ বলেন, ভিকারুননিসার মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের প্রতি এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না। অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার হিজাব পরিহিত ছাত্রীদের উদ্দেশে ‘জঙ্গির মতো লাগে’ বলে কটূক্তি করে ক্লাস থেকে বের করে দিয়েছেন, যা ধর্মীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। এমন ইসলাম ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি শিক্ষকতা পেশায় থাকতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে হিজাব পরিহিত ছাত্রীরাও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখেছে। এই বিপ্লবের পরে যখন জনগণ একটি সুস্থ সমাজ আশা করছে, তখন এ ধরনের ইসলামবিদ্বেষী তৎপরতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। এই দেশে আর ধর্মীয় বিধান পালনের জন্য ভাইভা বোর্ডে হিজাব খুলতে বাধ্য করা, পরীক্ষার হলে চেকের নামে হিজাব খুলতে বাধ্য করার মতো হয়রানী মেনে নেওয়া হবে না। 

নেতৃবৃন্দ আরো বলেন, হিজাব মুসলিম নারীর জন্য আল্লাহ প্রদত্ত ফরজ বিধান এবং মুসলিম উম্মাহর ঈমানি পরিচয়। একজন শিক্ষক যখন এই বিধানের বিরুদ্ধে কটূক্তি করেন, তখন তা সরাসরি ইসলামের প্রতি শত্রুতা প্রদর্শনের শামিল।