| |
               

মূল পাতা রাজনীতি হিজাব পরিহিতা ছাত্রীদের বহিষ্কার ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন : খেলাফত আন্দোলন


হিজাব পরিহিতা ছাত্রীদের বহিষ্কার ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন : খেলাফত আন্দোলন


রহমত নিউজ     26 August, 2025     07:26 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ভিকারুন নিসা  নূন স্কুল বসুন্ধরা প্রভাতী শাখায় প্রায় ২২ জন ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেয়ার ঘটনাকে ইসলাম বিদ্বেষী ও ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন।

মঙ্গলবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা মিয়াজী বলেন, হিজাব পরা  মুসলিম নারীদের ধর্মীয় ও নৈতিক অধিকার এবং পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ফ্যাসিবাদের চিন্তা চেতনা লালনকারী   ইংরেজি শিক্ষিকা  ফজিলাতুন নাহার ২২ জন ছাত্রীকে জঙ্গি তকমা দিয়ে ক্লাস থেকে বের করে দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। 

অপরদিকে হবিগঞ্জে দাড়ি রাখায় তিন পুলিশকে শাস্তি প্রদানের ঘটনায় জড়িতদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

এই প্রসঙ্গে তিনি বলেন, বিগত জুলাই ২৪ এর গণআন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেলেও তার উচ্ছিষ্টভোগী ইসলাম বিদ্বেষী দালালরা দেশের সর্বত্র বহাল তবিয়তে রয়ে গেছে। ভবিষ্যতে আর কেউ যাতে ইসলাম ও দেশবিরোধী চক্রান্ত করতে না পারে সেজন্য দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেকড় উপরে ফেলতে হবে।  মাওলানা মিয়াজী নাস্তিক্যবাদী দেশ ও ইসলাম বিরোধী চক্রটিকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।