| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব জাপানের রাষ্ট্রদূতের সাথে সিরাজুদ্দিন হাক্কানির সাক্ষাৎ; তালেবান সরকারের প্রশংসা করলেন কুরুমায়া


জাপানের রাষ্ট্রদূতের সাথে সিরাজুদ্দিন হাক্কানির সাক্ষাৎ; তালেবান সরকারের প্রশংসা করলেন কুরুমায়া


শেখ আশরাফুল ইসলাম     26 August, 2025     09:04 PM    


কাবুলে জাপানের রাষ্ট্রদূত কুরুমায়ার সাথে সাক্ষাৎ করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি। রাষ্ট্রদূত কুরুমায়ার মিশন সমাপ্তি উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) পাজক আপগান নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

কূটনৈতিক সেবা এবং দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার জন্য কাবুলে নিয়োজিত জাপানের রাষ্ট্রদূত কুরুমায়ার প্রশংসা করেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রী।

তিনি বলেন, জাপান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক অনেক পুরনো। দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা সর্বদা বিরাজমান থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূত কুরুমায়া নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে তালেবান সরকারের অর্জিত সাফল্যকে উৎসাহব্যঞ্জক বলে বর্ণনা করেন এবং আফগান জনগণের জন্য উজ্জ্বল ভবিষ্যতের আশা প্রকাশ করেছেন।

কুরুমায়া আরও বলেন, জাপান জাতিসংঘের কাঠামোর মধ্যে থেকে কর্মসংস্থান সৃষ্টি, মাদকের বিরুদ্ধে লড়াই এবং মাদকাসক্তদের চিকিৎসার ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে।

সূত্র : পাজক আফগান নিউজ