| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইমারাতে ইসলামিয়া জনগণের ত্যাগের ফসল, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মুহাম্মাদ আঘা হাকিম


ইমারাতে ইসলামিয়া জনগণের ত্যাগের ফসল, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মুহাম্মাদ আঘা হাকিম


শেখ আশরাফুল ইসলাম     24 August, 2025     01:56 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মধ্য পাঞ্জশিরের গভর্নর হাফেজ মুহাম্মাদ আঘা হাকিম।

তিনি জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান জনগণের ত্যাগের ফসল। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) কর্মকর্তাদের সাথে নিয়ে পারিয়ান জেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

মুহাম্মাদ আঘা হাকিম বলেন, ঐক্য ও ঐক্যমত্যের উপর প্রতিষ্ঠিত প্রশাসনই কেবল টিকে থাকতে পারে। 

সবাইকে ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলাম, ইসলামী ব্যবস্থা এবং স্বদেশের জন্য ক্ষতিকর, এমন কাজ থেকে দেশের সকল নাগরিককে বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সবাইকে অবদান রাখতে হবে।

‘বিশেষ করে একটা কথা না বললেই নয়, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগের প্রচেষ্টা অব্যহত রয়েছে।’

এদিকে পাঞ্জশির ওলামা কাউন্সিলের প্রধান জিয়াউল হক হানাফি বলেন, ইসলামী ব্যবস্থা জনগণের ত্যাগের মাধ্যমে উদ্ভূত হয়েছে। এই শাসনব্যবস্থা জনগণের থেকে দূরে নয়। এই শাসনব্যবস্থার ব্যাপারে প্রশংসা করা উচিত; কর্মকর্তাদেরকেও বাধ্যতামূলক মেনে চলতে হবে।

সূত্র : পাজক আফগান নিউজ