| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে “আন্তর্জাতিক দাওয়াহ প্রশিক্ষণ কোর্স”


আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে “আন্তর্জাতিক দাওয়াহ প্রশিক্ষণ কোর্স”


শেখ আশরাফুল ইসলাম     24 August, 2025     12:35 PM    


আগামী শুক্রবার (২৯ আগস্ট) থেকে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ায় খেলাফত ছাত্র আন্দোলন-নূরিয়া শাখার উদ্যোগে শুরু হতে যাচ্ছে ৫ সপ্তাহব্যাপী “আন্তর্জাতিক দাওয়াহ প্রশিক্ষণ কোর্স” । এটি পরিচালিত হবে দাওয়াতুল ইসলাম বাংলাদেশের প্রশিক্ষকবৃন্দ দ্বারা। দেশ-বিদেশের দাঈগণ এতে প্রশিক্ষণ প্রদান করবেন।

অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কোর্সে অংশগ্রহণের ফি ধরা হয়েছে মাত্র ১০০ টাকা। প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে আগামী ২২ সেপ্টেম্বর। কোর্স শেষে দেওয়া হবে সনদপত্রও।

মোট ১০ টি বিষয়ের উপর সাজানো হয়েছে এই কোর্স। যার মধ্যে রয়েছে, দাওয়াহ ইল্লাল্লাহর প্রয়োজনীয়তা, রূপরেখা, পদ্ধতি ও ঐতিহাসিক প্রমাণ। অবহেলিত মুসলিম (হিজড়া, বেদে, বস্তি ও কর্মব্যস্ত), ফেরাকে বাতিল ও মুরতাদদের মাঝে দ্বীনি কার্যক্রমের রূপরেখা। নাস্তিকতা ও সংশয়বাদ : কারণ ও প্রতিকার। অমুসলিমদের পক্ষ থেকে আরোপিত বিভিন্ন প্রশ্ন-সংশয় ও তার উত্তর। হিন্দুধর্ম ও দাওয়াত প্রদান পদ্ধতি। হিন্দুত্ববাদ ও বাংলাদেশে ভাগওয়া লাভের ভয়াবহ কার্যক্রম। খ্রিস্টধর্ম ও দাওয়াত প্রদান পদ্ধতি। খ্রিস্টান মিশনারী: পরিচয়, ঈমান বিধ্বংসী কার্যক্রম ও আমাদের করণীয়। কাদিয়ানী সম্প্রদায় ও দাওয়াত প্রদান পদ্ধতি। কোরানিস্ট সম্প্রদায় : পরিচয়-পরিচিতি ও আমাদের প্রস্তুতি।

আন্তর্জাতিক দাওয়াহ প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য যোগাযোগা করতে পারেন, ০১৭৭৮৭২৬২৯৯ (মোহাম্মদ মিরাজুল ইসলাম মিয়াজী), ০১৮৭২৫৯৮৯৪৩ (মোহাম্মদ রাশেদুল ইসলাম) এই নাম্বারগুলোতে।