রহমত নিউজ 22 August, 2025 02:04 PM
ঢাকায় উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে “অভুত্থান পরবর্তী চ্যালেঞ্জ ও উলামা জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) কাকরাইলে আইডিইবি কাউন্সিল হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ।
সভাপতির বক্তব্যে মুফতী হারুন ইজহার বলেন, মার্কিনীদের তাবেদারি থেকে নিজেদের মুক্ত করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মার্কিনীরা আমাদের ফুল দেয় ঠিকই কিন্তু গাজ্জায় ধ্বংসযজ্ঞ চালায়। শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার নামে মানবাধিকার কমিশনের তথাকথিত কার্যক্রম বর্জন করতে হবে। তাদের কোন সহযোগিতাই আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা রক্ষায় কাজে আসবে না।
সেমিনারে আরও বক্তব্য রাখেন, মুফতী কাজি মোহাম্মাদ ইবরাহীম, মুফতী মোহাম্মাদ জসীমউদ্দিন রহমানী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মীর ইদরীস নদভী, মাওলানা আবু তাহের, মাওলানা মনির হোসাইন কাসেমী, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আবুল কালাম হুমায়ুন কবির, রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক, কর্নেল (অব.) শামসুজ্জামান, সিয়ান পাবলিকেশনের প্রকাশক আবু তাসমিয়া আহমেদ রফিক, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. সারোয়ার হোসাইন, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস, ডেসটিনি সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী, ইনকিলাবের সহ-সম্পাদক মেহেদী হাসান পলাশ, আমার দেশের সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান, মাওলানা রুহুল আমিন সাদী, অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান রায়হান, লেফটেন্যান্ট আবরার ইনতেশার ইনজিমাম, উলামা জনতা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রনেতা আয়মান কায়সার প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অবশ্যই নবীজির আদর্শে ঐক্যবদ্ধ থেকে জ্ঞান-বিজ্ঞান চর্চায় মন দিতে হবে। তা না করে বিপ্লব পরবর্তী সময়ে ছাত্রজনতাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। দুনিয়াতে আর কোথাও এমন নজির নেই। আমাদের মনে রাখতে হবে, মাথায় পাগড়ি বেঁধে বুকের রক্ত ঢেলে না দিলে ফ্যাসিস্টের পতন হতো না, দেশের পরিবর্তনটাও আসতো না।