| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধের দ্রুত বিচার করতে হবে : খেলাফত আন্দোলন 


ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধের দ্রুত বিচার করতে হবে : খেলাফত আন্দোলন 


রহমত নিউজ     22 August, 2025     07:38 PM    


শেখ হাসিনা সরকারের আমলের গুম,খুনসহ সকল মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিরোধী মতের অনেক নিরপরাধ আলেম, সাংবাদিক ও ইসলামী নেতৃবৃন্দকে মৃত্যুদন্ড দিয়েছে। শাপলা চত্বরে নির্বিচারে মাদরাসার ছাত্র-আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করেছে। মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে অনেককে বাধ্য করছে। মিথ্যা সাক্ষী দিতে অস্বীকৃতি জানানোর কারণে অনেককে গুম করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। পতিত সরকার ক্ষমতার অপব্যবহার করে যত জুলুম নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটিয়ছে  সে গুলোর দ্রুত বিচার কার্যকর করতে না পারলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা  হবে।

শুক্রবার (২২ আগস্ট) বাদ জুমা দলের নেতাকর্মীসহ আগত বিভিন্ন অতিথিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাওলানা মিয়াজী আরো বলেন, আমার আব্বাজান খেলাফত আন্দোলনের সাবেক আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ (রহ.) বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মজলুমের পক্ষে কথা বলতে গিয়ে  বার্ধক্য অবস্থায় আওয়ামী লীগ সরকার কর্তৃক জেল জুলুমের শিকার হয়েছেন। আমাদের অনেক নেতা কর্মী বিগত জালেম সরকারের আক্রোশের শিকার হয়ে জেল জুলুম ও মিথ্যা মামলার আসামি হয়েছেন। আলেম- উলামা, ইসলামী নেতৃবৃন্দসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুলাই গণঅভ্যুত্থানে হতাহত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানজনক যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন,হযরত হাফেজ্জী হুজুর রহ, প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠালগ্ন থেকে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে কথা বলে। 

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী,নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা হাফেজ অলি উল্লাহ, মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা মনির হোসাইন প্রমুখ।