রহমত নিউজ 21 August, 2025 12:52 PM
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে আল্লামা সাজিদুর রহমান বলেন, “সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সমকামী সাফওয়ান চৌধুরি রেবিল কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে জড়িত নয়, বরং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি বলেন, “ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন স্বনামধন্য গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে সুপরিচিত। বহু বই ও গবেষণাপত্রের মাধ্যমে তিনি ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন রাজনীতির বিশ্লেষণ তুলে ধরেছেন। অপরদিকে তরুণ লেখক ও সমাজ বিশ্লেষক আসিফ মাহতাব ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনবিরোধী বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির জন্য তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে সমাদৃত। তাদের মতো চিন্তাশীল ব্যক্তিত্বের প্রতি প্রাণনাশের হুমকি কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং দেশের চিন্তার স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপরও সরাসরি আঘাত।”
সরকারের প্রতি জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, “অবিলম্বে সাফওয়ান চৌধুরি রেবিলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হীন ও ন্যক্কারজনক কাজের সাহস না পায়।”
এ ঘটনার প্রেক্ষিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হেফাজত মহাসচিব বলেন, “যে কোনো মূল্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করতে হবে। এ ধরনের উগ্রপন্থী ও বিপথগামী চক্রকে প্রতিহত করতে সমাজের সর্বস্তরের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।”