রহমত নিউজ 16 August, 2025 06:09 PM
ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে আগামী নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
শনিবার (১৬ জুলাই) বেলা ১০টায় রাজধানীর কামরাঙ্গীরে জামিয়া নুরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলের নেতারা।
বৈঠক শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামী দলগুলোকে এক প্লাটফর্মে দেখতে চায়। দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ খেলাফত আন্দোলন সব ধরনের ছাড় দিতে প্রস্তুত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ খেলাফত আন্দোলন দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ইসলামী ও সমমনা দলসমূহ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বা সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। দেশের মানুষ ইসলামী দলগুলোকে এক প্লাটফর্মে দেখতে চায়।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ইতোমধ্যেই দেশব্যাপী প্রার্থী তালিকা তৈরি ও প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা হাজী ফারুক আহমদ, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দীন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আলহাজ্ব শাহজাহান মিয়া, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা তৌহিদুজ্জামান, এডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা গাজী ইউসুফ মাওলানা শেখ সাদী, মাওলানা আবুল হাসান কাসেমী, মৌলভী আব্দুর রকিব, মুফতী শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা আ ফ ম আকরাম হোসাইন,মুফতি আব্দুল বারী, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মোশাররফ হোসেন রায়পুরী, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মুফতি কামরুল ইসলাম ও মুফতি আল আমিন প্রমুখ।