| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বিএনপিকে উদ্দেশ্য করে যা বললেন চরামোনাই পীর


বিএনপিকে উদ্দেশ্য করে যা বললেন চরামোনাই পীর


রহমত নিউজ     25 July, 2025     07:56 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষেদ্গার করেছে, অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে, এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। চাঁদাবাদি বন্ধ করতে বললে যদি গালাগাল করে তাহলে তাদের চরিত্র যে কতোটা নোংরা হয়ে গেছে, তা সহজেই অনুমেয়।

শুক্রবার (২৫ জুলাই)  জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরামানাই পীর বলেন, একটি দলের সিনিয়র নেতারা বক্তব্যে আমাকে নিয়ে ব্যাঙ্গবিদ্রুপ করেছে, এটা তাদের প্রতিহিংসা। কারণ, আল্লাহর রহমতে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, সংগঠনের মাধ্যমে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। কুরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেশের মানুষের সাধারণ শিক্ষা ও ইসলামী আদর্শ শিক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমরা কোনোদিন মানুষের স্বার্থবিরোধী কাজ করিনি, সম্ভবত এটাই আদর্শবিবর্জিত দলগুলোর ভয়ের কারণ। 

তিনি বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা গর্বিত কারণ, তাদের চরিত্র ভোগবাদী রাজনৈতিক দলগুলোর মতো নয়। ইসলামী যুব আন্দোলন বিপথগামী যুবকদেরকে দেশপ্রেম ও আদর্শ শেখায় পক্ষান্তরে অন্যান্য দলের যুবসংগঠন যুবকদেরকে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি শেখায়। আমাদের যুব আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকান্ডের অভিযোগ নাই, এটা আমাদেরকে আনন্দিত করে। 

এ সময় চরমোনাই পীর সকলকে আহ্বান জানিয়ে বলেন, অতএব আসুন, প্রতিহিংসা বাদ দিয়ে, ক্ষমতার মোহ ছেড়ে আমরা দেশ প্রেমিক হই, দেশের কল্যাণে সবাই মিলে কাজ করি। 

যুব জমায়েতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবীবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ আবদুল কাইউম, কে এম আতিকুর রহমান, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,  মাওলানা লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক নাছির উদ্দিন খান, মুফতী রেজাউল করীম আবরার, যুবনেতা ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, প্রভাষক মাওলানা আল-আমীন, মাওলানা ইলিয়াস হাসান, মুফতী আবু বকর সিদ্দীক, মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন প্রমুখ।