| |
               

মূল পাতা জাতীয় স্মৃতি রক্ষার্থে বিমান বিধ্বস্তে নিহতদের কবর সংরক্ষণ করা হবে : প্রধান উপদেষ্টা


স্মৃতি রক্ষার্থে বিমান বিধ্বস্তে নিহতদের কবর সংরক্ষণ করা হবে : প্রধান উপদেষ্টা


রহমত নিউজ     22 July, 2025     07:30 PM    


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ  উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।