| |
               

মূল পাতা বিশেষ প্রতিবেদন গোপালগঞ্জে আ’লীগের হামলা : তীব্র নিন্দা জানাল ইসলামী দলগুলো


গোপালগঞ্জে আ’লীগের হামলা : তীব্র নিন্দা জানাল ইসলামী দলগুলো


শেখ আশরাফুল ইসলাম     17 July, 2025     12:50 PM    


গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে দিনভর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী রাজনৈতিক দলগুলো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ : 

বুধবার (১৬ জুলাই) এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বলেন, গোপালগঞ্জ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। হাসিনা প্রেমিক যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে পরিস্কার বার্তা দিচ্ছি, হাসিনার কোন প্রেতাত্মাকে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে দেখতে চাই না। হয় ভালো হও। না হয় হাসিনার পথ খোঁজো। হাসিনা গেছে যে পথে তোমরা যেতে হবে সে পথে।

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে হামলার প্রতিবাদ বুধবার (১৬জুলাই) সন্ধ্যা ০৭.৩০মিনিটে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন : 

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার (১৭ জুলাই) বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত “হাফেজ্জী হুজুরের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন,  এ হামলা প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী মনোভাব এখনো পরিহার করতে পারেনি তারা সুযোগ পেলেই দেশকে অস্থিতিশীল করে তুলবে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : 

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে ও নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, গোপালগঞ্জে আজকের হামলায় জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এনসিপির পূর্বঘোষিত পদযাত্রার এই কর্মসূচিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন প্রকার উদাসীনতা আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। দেশের মানুষ ফ্যাসিবাদ ও তার দোসরদের এমন আস্ফালন দেখতে মোটেই প্রস্তুত নয়। যে কোন মূল্যে জাতীয় ঐক্য অটুট রাখার প্রতি গুরুত্বারোপ করে জমিয়ত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী : 

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জ জেলায় এনসিপির কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। তারা এনসিপির নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল এসপি’র অফিসেও হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে।

হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি।

বাংলাদেশ খেলাফত মজলিস : 

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন,  গোপালগঞ্জে এনসিপি আয়োজিত পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী। শান্তিপূর্ণ কর্মসূচিতে এধরনের সহিংস হামলা রাষ্ট্রীয় ও নাগরিক নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। 

তিনি বলেন,  দেশ এক গভীর রাজনৈতিক সংকট অতিক্রম করছে। জনগণ স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য সংগ্রামরত। এমন সময় একটি ভারতপন্থী গোষ্ঠী পলাতক নেত্রীর ইন্ধনে দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আজকের হামলা তারই অংশবিশেষ।

খেলাফত মজলিস :

গোপালগঞ্জে এনপিসির সমাবেশে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বুধবার (১৬ জুলাই) দেওয়া এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর বর্বরতার শামিল। উক্ত হামলায় এনসিপির নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন। পুলিশের গাড়ী পুড়িয়ে ফেলা হয়, গাছ কেটে রাস্তা অবরোধ করা হয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

নেতৃদ্বয় বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আবারো সংগঠিত হতে শুরু করেছে। এদেরকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। প্রশাসনকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নেজামে ইসলাম পার্টি : 

গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নেজামে ইসলাম পার্টি।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে পার্টির মহাসচিব মুসা বিন ইযহার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।

‘এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোন পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যতয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।, -বলেন তিনি।

ইসলামী ঐক্যজোট : 

এনসিপির উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেন, গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে পতিত ফ্যাসিবাদের দোসররাই হামলা চালিয়েছে। এই হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির ওপর সরাসরি আঘাত। আমরা এই ন্যাক্কারজনক স*ন্ত্রা*সী হামলার তীব্র নিন্দা জানাই এবং অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শা*স্তির দাবি জানাই। 

তিনি আরও বলেন, স্বাধীন দেশের প্রতিটি ইঞ্চিতে আমাদের অধিকার, তাহলে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা কেন? এই ঘটনার দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এড়াতে পারে না। হামলাস্থলে তাদের কার্যকর তৎপরতা লক্ষ করা যায়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।