রহমত নিউজ 17 July, 2025 11:38 AM
ব্যাপক গণসংযোগ, প্রচার মিছিল, পোষ্টারিং ও দাওয়াতী কাজসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও একই দিনে জামায়াতে ইসলামীর সমাবেশ থাকায় ১৯জুলাই নিজেদের ঘোষিত শহীদদের স্মরণে “জুলাই সম্মেলন” স্থগিত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৬ জুলাই) বাদ জোহর জামেয়াতুল মানহালে অনুষ্ঠিত উত্তরা জোনের জুলাই সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনটি।
এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমী।
বৈঠকে দীর্ঘ পর্যালোচনা শেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আগামী শনিবারের জুলাই সম্মেলন স্থগিত করা হয়। এই সম্মেলন পরবর্তী সময়ে কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তা পরে জানানো হবে বলেও জানায় জমিয়ত।
ব্যাপক গণসংযোগ, প্রচার মিছিল, পোষ্টারিং ও দাওয়াতী কাজসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও একই দিনে রাজধানীতে অপর একটি রাজনৈতিক দলের বৃহৎ সমাবেশ থাকায় (যা সম্মেলনের তারিখ নির্ধারণের সময় আয়োজকদের কারো জানা ছিল না) রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে কেন্দ্রের নির্দেশনায় এই প্রোগ্রামটি স্থগিত ঘোষণা করা হয়।