মূল পাতা মুসলিম বিশ্ব ডুরান্ড লাইন সীমান্ত রেখা হিসেবে আফগানিস্তানের কাছে গ্রহণযোগ্য নয় : মাওলানা ফজলুর রহমান
শেখ আশরাফুল ইসলাম 16 July, 2025 02:45 PM
ডুরান্ড লাইনকে সীমান্ত হিসেবে পাকিস্তানের দাবি আফগানিস্তানের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর মাওলানা ফজলুর রহমান।
পেশোয়ারে এক উপজাতীয় সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বুধবার (১৬ জুলাই) আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
মাওলানা ফজলুর রহমান বলেন, অনেকেই ডুরান্ড লাইনকে সীমান্ত দাবী করে, এসব আসলে একতরফা বক্তব্য এবং আফগানিস্তানের কাছে এগুলো গ্রহণযোগ্য নয়। আমি অবশ্যই বলব যে এই অঞ্চলে পাকিস্তান বা আফগানিস্তানের কারোরই একতরফাভাবে কাজ করা উচিত নয়।
তিনি সতর্ক করে বলেন যে, এই লাইনে কোনও দেশেরই একতরফা পদক্ষেপ নেওয়া উচিত নয়।
ডুরান্ড লাইন কয়েক দশক ধরে কাবুল ও ইসলামাবাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং অমীমাংসিত সমস্যাগুলির মধ্যে একটি। মাঝে মাঝে উভয় পক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডুরান্ড লাইন।
অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্টের অন্যতম কারণ এই ডুরান্ড লাইন। এই সমস্যাটি দ্রুত সমাধান করা দু’দেশের জন্যই মঙ্গলজনক।