| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল চাঁদাবাজি ও প্রতিহিংসার রাজনীতি দেশকে অস্থির করে তুলেছে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


চাঁদাবাজি ও প্রতিহিংসার রাজনীতি দেশকে অস্থির করে তুলেছে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


রহমত নিউজ     17 July, 2025     10:54 AM    


বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বর্তমান প্রতিহিংসার ধর্মহীন রাজনীতি একের পর এক খুন, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের জনগণকে অস্থির করে রেখেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তাই এখনই উপযুক্ত সময় সকল দলগুলো ঐক্যবদ্ধভাবে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত গড়ে তোলা।

বুধবার (১৭ জুলাই) বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত “হাফেজ্জী হুজুরের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমি মাওলানা আবু নাছের আব্দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্মমহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা এহতেরামুল হক উজানী, জনাব রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা বেলাল, সাধারণ সম্পাদক এড করিম হুসাইন, মুফতি আব্দুল্লাহ, মুফতি ইসমাঈল মাহমুদ, মাওলানা আব্দুল হাই, মাওলানা হারুনর রশীদ ও মাওলানা নাসরুল্লাহ প্রমূখ। 

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,  এ হামলা প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী মনোভাব এখনো পরিহার করতে পারেনি তারা সুযোগ পেলেই দেশকে অস্থিতিশীল করে তুলবে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।