মূল পাতা মুসলিম বিশ্ব এবার সৌদিতে বাড়ি ও সম্পত্তি কিনতে পারবেন প্রবাসীরা
মুসলিম বিশ্ব 10 July, 2025 11:21 AM
“ভিশন ২০৩০” সামনে রেখে বৈচিত্র্যময় ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে নতুন আইন পাস করছে সৌদি সরকার। এই আইনের ফলে বিদেশি ব্যক্তি ও কোম্পানি ২০২৬ সাল থেকে সৌদির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবে।
প্রথম ধাপে যে শহরগুলোতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার অনুমোদন থাকবে— রিয়াদ ও জেদ্দা ছাড়াও আরও কিছু নির্ধারিত অঞ্চল, যেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। মক্কা ও মদিনায় বাড়ি কিনতে চাইলে বিশেষ অনুমোদন লাগবে, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে।
২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর হবে। এর আগে, ইস্তিতা নামের একটি ওয়েবসাইটে আগামী ১৮০ দিনের মধ্যে নিয়মনীতি ও অনুমোদিত এলাকার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং জনমত নেওয়া হবে।
বিদেশি ব্যক্তি ও কোম্পানি জমি ও বাড়ি কিনতে পারবে। বিদেশি বিনিয়োগকারী, যারা বাণিজ্যিক বা আবাসিক প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।
সূত্র: গালফ নিউজ, মিডল ইস্ট আই