মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান: আসিম মুনির
মুসলিম বিশ্ব 28 June, 2025 11:42 AM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
তিনি বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কারণ তারা ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ।
শুক্রবার (২৭ জুন) ৫২তম কমন ট্রেনিং প্রোগ্রামের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
আসিম মুনির আহ্বান জানান, আফগানিস্তান যেন ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর জন্য নিজেদের ভূমি ব্যবহার করতে না দেয়।
তিনি আরও বলেন, ভারত এই অঞ্চলের সন্ত্রাসবাদের বৃহত্তম পৃষ্ঠপোষক রাষ্ট্র। পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। ভারতের অভ্যন্তরেই সন্ত্রাসবাদ জন্ম নিচ্ছে। মূলত সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক ও সহিংস আচরণের কারণে।