মূল পাতা মুসলিম বিশ্ব তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলো আফগান সরকার
মুসলিম বিশ্ব 26 June, 2025 12:25 PM
এবার মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়্যেব এরদোগানের তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
বুধবার (২৫ জুন) আল ইমারাহ-এর প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা যায়।
খবরে জানানো হয়, তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইমারাতে ইসলামিয়া। পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী শেখ সানাউল্লাহ ফারাহমান্দকে আঙ্কারায় ইমারাত সরকার নিযুক্ত নতুন রাষ্ট্রদূত হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেন।
এই উপলক্ষে আঙ্কারার আফগান দূতাবাসে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে আফগান সরকারের প্রতিনিধিদলের পাশাপাশি তুরস্কে বসবাসকারী আফগান সম্প্রদায়ের নেতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আমির খান মুত্তাকী বলেন, আঙ্কারায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ আফগানিস্তান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। এই দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে, যা আরো জোরদার করার জন্য যৌথ প্রচেষ্টা প্রয়োজন।