মূল পাতা মুসলিম বিশ্ব মিনা গমনের মধ্যদিয়ে পবিত্র হজ্ব পালন শুরু করলেন হাজিরা
মুসলিম বিশ্ব 04 June, 2025 11:53 AM
আজ ৮ জিলহজ। শুরু হলো এবছরের পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক…. ধ্বনি তুলে মিনা গমনের মধ্যদিয়ে হাজিরা আজ শুরু করলেন পবিত্র হজ্বের মূলপর্ব।
মিনায় হাজিরা যোহর, আছর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করবেন।
মাগরিবের নামাজ আদায়ের পূর্বে সূর্য অস্ত যাওয়ার মধ্যদিয়ে প্রবেশ ঘটে ৯ জিলহজের। নিয়ম অনুসারে ৯ জিলহজের রাত্রিটি হাজিদের মিনার খোলা মাঠে কাটাতে হয়। মিনা পরিণত হয় হাজিদের তাবুর শহরে।