মূল পাতা আন্তর্জাতিক ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের
আন্তর্জাতিক ডেস্ক 04 June, 2025 12:05 PM
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে যে কয়েকটা মসজিদ আছে, সেগুলোতে এবার আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে দখলদার রাষ্ট্রটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির।
আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন এই ইহুদিবাদী মন্ত্রী।
রোববার (২ জুন) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশে বেন-গাভির বলেছেন, আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বেন-গাভির ঘোষণা করেন, মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না। ওই সময় থেকেই একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে। যার আওতায় পুলিশ চাইলেই মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো জব্দ করতে পারবে।
বৈঠকে বেন-গাভির ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না। এমনকি জরিমানা আরোপেও গাফিলতি করছেন। তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারের প্রশংসা করেছেন। যিনি এ সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছেন।