| |
               

মূল পাতা আন্তর্জাতিক ছেলের বিলাসী জীবনের ছবি ভাইরাল হওয়ায় ক্ষমতাচ্যুত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী


ছেলের বিলাসী জীবনের ছবি ভাইরাল হওয়ায় ক্ষমতাচ্যুত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক     04 June, 2025     11:19 AM    


ছেলের বিলাসবহুল জীবনযাত্রার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জেরে ব্যাপক গণবিক্ষোভ ও দুর্নীতিবিরোধী তদন্তের মুখে ক্ষমতাচ্যুত হতে হলো মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসাননামসরাইন ওইয়ুন-এর্ডেনকে। 

মঙ্গলবার (৩ জুন) পার্লামেন্টে আস্থাভোটে হেরে গিয়ে পদত্যাগ করেছেন তিনি। ভোটে অংশ নেওয়া ৮৮ জন এমপির মধ্যে ৪৪ জন তার পক্ষে ভোট দিলেও ৩৮ জন ছিলেন তার বিপক্ষে। ১২৬ আসনের পার্লামেন্টে ক্ষমতায় থাকতে হলে তার অন্তত ৬৪ জন সদস্যের সমর্থন প্রয়োজন ছিল।

আস্থাভোটে হেরে যাওয়ার পর এক বিবৃতিতে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী বলেন, মহামারি, যুদ্ধ ও শুল্কের মতো কঠিন সময়ে জাতির সেবা করতে পেরে গর্বিত।

সম্প্রতি ওইয়ুন-এর্ডেনের ছেলের এবং তার বান্ধবীর বিলাসী জীবনযাত্রার ছবি ভাইরাল হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর পরিবারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

আলোচিত ছবিতে দেখা যায়, ওইয়ুন-এর্ডেনের ছেলের বান্ধবী একটি কালো ডিওর ব্যাগ ও একাধিক ব্যয়বহুল কেনাকাটার ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, সঙ্গে ক্যাপশন: ‘হ্যাপি বার্থডে টু মি’। আরেক ছবিতে সেই জুটিকে সুইমিং পুলে চুম্বনরত অবস্থায় দেখা যায়।