| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এবার মসজিদুল হারাম ও নববীতে ঈদ জামাতে ইমামতি করবেন যারা 


এবার মসজিদুল হারাম ও নববীতে ঈদ জামাতে ইমামতি করবেন যারা 


মুসলিম বিশ্ব     04 June, 2025     01:48 PM    


সৌদি আরবের মসজিদুল হারামে এবার পবিত্র ঈদুল আজহার নামাজের ইমাম নির্ধারণ করা হয়েছে মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের আল-মুয়াইকিলিকে। অপরদিকে পবিত্র মসজিদে নববীর ঈদুল আজহার জামাতে ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি ও মসজিদুল হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ জুন (শুক্রবার) সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৫টা ৫২ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।