রহমত নিউজ 04 June, 2025 12:39 PM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেট জাতির আশা পূরণ করবে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
তিনি বলেন, “বাংলাদেশ বন্যাকবলিত দেশ। বর্তমানেও দেশের নানা জায়গায় বন্যা হচ্ছে। অথচ এই প্রস্তাবিত বাজেটে বন্যাকবলিত এলাকার জন্য কোনো আলাদা বরাদ্দ নেই। এটি একটি বড় দুর্বলতা।”
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “এই বাজেট পুরোপুরি গতানুগতিক। নতুন কিছু নেই, জাতির আশা পূরণ করবে না।”