রহমত নিউজ 30 May, 2025 11:36 AM
গত বছরের আকস্মিক বন্যায় ডুবে ছিল নোয়াখালী। সেই বন্যার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে প্রবল বৃষ্টিপাত ও জোয়ারের পানি জেলাটির বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের ফলে ভারি বৃষ্টিপাত ও স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পানিতে ডুবে গেছে উপকূলের নিম্নাঞ্চল।
বৃহস্পতিবার (২৯ মে) জেলা আবহাওয়া অফিস গণমাধ্যমকে এই তথ্য জানায়।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার সকালে জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গভীর নিম্নচাপের কারণে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে, অতিরিক্তি জোয়ারের পানিতে উপকূলীয় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী ও চরএলাহী ইউনিয়ন এবং হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপসহ বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন প্লাবিত এলাকার বাসিন্দারা।
দ্বীপ উপজেলা হাতিয়াসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। জোয়ারের তোড়ে কোম্পানীগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ির পাশাপাশি ডুবেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ডুবে গেছে ধান, শাকসবজি ও অন্যান্য ফসলি জমিও।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী নোয়াখালী সদর